মোঃ আবু সালের ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
গাজীপুরে ঐতিহ্যবাহী ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর মহানগরর ২৮ নং ওয়ার্ডের রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। রথযাত্রায় সভাপতিত্ব, করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহম্মদ হোসেন ভূইয়া। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছের বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।রথযাত্রা উপলক্ষে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ, রথ সংশ্লিষ্ট ও হাজারো পূণ্যার্থী সম্মিলিতভাবে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথযাত্রা ও রথমেলার শুভ উদ্বোধন করেন।
রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী মানিক্য মাধব নিজ বাড়িতে ফিরবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page