শেখ জায়েদ-শিবচর, মাদারীপুর :
মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগরা পুকুরপাড় গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
রবিবার সকাল ৭টার দিকে খবির উদ্দিন মৌলভীর বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া তরুণীর আনুমানিক বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তরুণীকে কোথা থেকে আনা হয়েছে, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page