নিজস্ব প্রতিনিধি :
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা ও তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত সচিব) হাওলাদার মো. রকিবুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, হাওলাদার মো. রকিবুল বারী একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। চাকরিতে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তথ্য কমিশনের সচিব হাওলাদার মো. রকিবুল বারীর মৃত্যুতে আরও শোকপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উল্লেখ্য, হাওলাদার মো. রকিবুল বারী শুক্রবার (২৭শে জুন) দিবাগত রাত ১২টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে খুলনায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page