জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল হক ও সাধারণ সম্পাদক নাঈমুর হাসান।
শুক্রবার (২৭ জুন) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা কল্যাণ পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি সাথী বালা , যুগ্ম সাধারণ সম্পাদক নীরব আলী,হোসাইন আহমেদ অপু,কামরুল হোসেন,এবং সাংগাঠনিক সম্পাদক হিসেবে ইনজাম উল হাসান শিহাব,দিয়া চৌধুরী, শ্রেয়া বিশ্বাস মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির আশরাফুল হক বলেন, 'আমরা রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের স্বার্থ ও প্রয়োজনে পাশে থাকতে চাই। এই সংগঠনকে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে কাজ করব।'
সাধারণ সম্পাদক নাঈমুর হাসান বলেন, 'এই দায়িত্ব আমাদের কাছে গর্বের। জেলার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।'
উল্লেখ্য,জবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। এছাড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা, সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি প্রতিবছর নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিং, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page