জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে এডভোকেট ছামিউল ইসলাম আতাহার দায়িত্ব পেয়েছেন। ২৫ জুন জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম। পূর্বের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম অব্যাহতি গ্রহণ করায় সর্বসম্মতভাবে আতাহারকে নতুন দায়িত্ব দেওয়া হয়।
এসময় সমিতির সভাপতি এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, পিপি এডভোকেট আব্দুল মান্নানসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page