বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে জেলা ডিবি পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বুলেট সহ ১১জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল মোল্লাহাট আবুল খায়ের সেতু এলাকায় অবস্থান নেয়।
এক পর্যায়ে ঢাকা মেট্রো চ-১৫-৬৭৭০ নাম্বারের মাইক্রোবাস তল্লাশি করে ৪টি বিদেশী পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় মাইক্রোতে থাকা ১১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান বিস্তারিত তদন্ত করে আগামী দিন আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page