অপি মুন্সী-শিবচর (মাদারীপুর) :
মাদারীপুরের কালকিনিতে 'শয়তানের নিঃশ্বাস' (স্কোপোলামিন) ব্যবহার করে এক নারীর স্বর্ণের দুল, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কালকিনি পৌর শহরের সরদার মার্কেটের সামনে হামিদা বেগম (৫০) নামে এক নারী প্রতারকদের ফাঁদে পড়েন। তিনজন অপরিচিত ব্যক্তি কৌশলে তার হাতে লবণের প্যাকেট ধরিয়ে স্কোপোলামিন প্রয়োগ করে মূল্যবান জিনিস আদায় করে নেয়। হুঁশ ফেরার পর তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
কালকিনি থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page