মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ ৪ মামলার এজাহারভুক্ত আসামী ও পতিত সরকারের আমলে নানাবিধ অভিযোগে অভিযুক্ত এসআই সুকান্তকে জনগণ ধরে খানজাহান আলী থানা পুলিশের কাছে সোপর্দ করলে কেএমপির পুলিশ কমিশনারের নির্দেশ রাতের আধারে তাকে ছেড়ে দেয়ায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
তারা বলেন, পুলিশ কমিশনার এসআই সুকান্তকে ছেড়ে দিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে শুধু ব্যর্থতার পরিচয় দেননি তিনি পতিত সরকারের পক্ষ অবলম্বন করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে এসআই সুকান্তকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশ কমিশনারের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাকেও প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মোমরেজুল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page