পরাশর মুখার্জী রিপন-আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের ইসলাম মিস্ত্রির মোড়ে মোটরবাইকের ধাক্কায় পথচারী অমিত বসাক নামে এক ব্যাক্তি মারাত্মকভাবে আহত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ২৫) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অমিত বসাক বেউলা গাজিরহাট বাজার থেকে পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে বাড়িতে যাচ্ছিল, এ সময় আশা এনজিও এবং ব্যারাক এনজিও কর্মীর উভয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেউলা গ্রামের নিমু বসাকের পুত্র অমিত বসাক মারাত্মকভাবে বাম চোখে আঘাত প্রাপ্ত হন।
তাকে দ্রুত বুধহাটা জনসেবা ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page