নিজস্ব প্রতিবেদক :
মোহাম্মদ আনোয়ার পারভেজ যিনি গত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ সময় সহকারী পরিচালক কলেজ শাখা রংপুর বিভাগ এর দায়িত্বে অধ্যাবতী কর্মরত আছে।
উনি গত ফ্যাসিস্ট সরকারের আমলে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙ্গিয়ে কাউকে কোনো তোয়াক্কা না করে একক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পুরা রংপুর আঞ্চলিক শিক্ষা অফিস দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন।
আর কোন বিষয়ে তার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করলে উনি সজীব ওয়াজেদ জয় পরিষদের উপদেষ্টার পরিচয় দিতেন। দীর্ঘ সময় সহকারী পরিচালক এর দায়িত্ব পালন কালে এক একছত্র দুর্নীতির মাধ্যমে তিনি রংপুর কেরানীপাড়া এলাকায় ১৬ শতক জমির মধ্যে চারতলা বিল্ডিং স্ত্রীর নামে করেন। ঢাকা উত্তরা ১০ নম্বর সেক্টর এর মধ্যে তার স্ত্রীর নামে দুইটি বিলাসবহুল এপার্টমেন্ট আছে।
ঢাকা মিরপুরের পল্লবীতি ৫ নাম্বার রোডের ষোল নাম্বার হাউসের মধ্যে ২৫০০ স্কয়ার ফিটের একটি বিলাসবহুল এপার্টমেন্ট তার স্ত্রীর নামে আছে। আরও নামে বেনামে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যাংক একাউন্টে নামে বেনামে আরো অনেক টাকা এবং সম্পদ আছে।
তার নামে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হলেও তিনি এগুলোকে কোন তোয়াক্কা করেন না। কারণ একটাই তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক। যার কারণে উনি টাকা দিয়ে উপর মহল কে ম্যানেজ করে সহকারী পরিচালক থেকে অতিরিক্ত পরিচালকের প্রমোসন করে ফেলেছেন। ইনি গত ফ্যাসিস্ট সরকারের সময় কোন বিএনপিপন্থী জামাতপন্থী লোকের কোন বিল দেন নাই।
তাই এই ফ্যাসিস্ট সরকারের সহকারি পরিচালক কলেজ শাখার আনোয়ার পারভেজ এর দ্রুত অপসারণ চাই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page