নিজস্ব প্রতিবেদক :
দুই দিনের বিরতির পর আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হচ্ছে।
আজকের কমিশনের বৈঠকে বেশ কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য সূচি হিসেবে থাকছে।
কমিশন সূত্রে জানা যায়, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে প্রাধান্য পাবে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিসমূহ, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাঠামো, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টর ও নির্বাচন প্রক্রিয়া এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।
এর আগে, গত রোববার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা করে। সেদিন একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন বলে আলোচনা করা হয়। এতে বিএনপিসহ ২৭টি দল অংশ গ্রহণ করে। তবে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন।
উল্লেখ্য, সংলাপের প্রথম দফা অনুষ্ঠিত হয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত। সে সময় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বৈঠক করে।
সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page