মোঃ আবুল কালাম-নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :
৬ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ জুন ২০২৫ নবীনগর উপজেলা থানা হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনগর সদর হাসপাতালের সম্মুখে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
নবীনগর সদর হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক হেলথ অ্যাসিস্ট্যান্ট অংশগ্রহণ করেন। তারা তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কর্মসূচি পালন করেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, তাদের ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—
১.নির্বাহী আদেশে নিয়োগ বিডি সংশোধন করে ১৪ তম গ্রেড প্রদান।
২. টিম সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১ তম গ্রেড উন্নত করন।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. প্রণোদনা ভাতার পুনর্বিন্যাস
৫. পদোন্নতির সুযোগ বৃদ্ধি
৬. স্বাস্থ্য সহকারীদের পূর্ণ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রকিব উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ ইলিয়াছ,আব্দুল হান্নান, শরিফা বেগম, ফারজানা সুমি সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কর্মসূচি শেষে একটি স্মারকলিপি থানার স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়।
প্রেরক :শাহীন রেজা টিটু, আঞ্চলিক প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) দৈনিক বর্তমান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page