জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফুলকুঁড়ি আসরের সবুজমেলা শাখা।
“গাছ লাগাই বেশি বেশি, পরিবেশটাকে সুস্থ রাখি”—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম এবং জনাব অশোক কুমার দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সিআরআর সম্পাদক ইয়াহিয়া জাবির, ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার পরিচালক সামিউল ইসলাম সামি, সহকারী পরিচালক শিমুল মোড়লসহ অন্যান্য সংগঠকবৃন্দ।
এ সময় অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। কর্মসূচি শেষে স্কুল প্রাঙ্গণে একাধিক গাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়, যাতে তারা নিজ উদ্যোগে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।
এ সময় কেন্দ্রীয় আসরের সিআরআর সম্পাদক ইয়াহিয়া জাবির বলেন," পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই"
এ ছাড়া সবুজমেলা শাখার পরিচালক সামিউল ইসলাম বলেন," নির্বিচারে গাছ কেটে ফেলা বন্ধ করতে হবে, একটি গাছ কাটলে আমাদেরকে অবশ্যই দুইটি গাছ লাগাতে হবে "
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page