আন্তর্জাতিক ডেস্ক :
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে ‘দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের’ উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।
রুবিওর মুখপাত্রের মতে, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না’ এই বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।
এর আগে হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এদিকে পরমাণু কর্মসূচি এবং ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page