মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গাইবান্ধা রেল স্টেশনমাস্টার। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস গাইবান্ধায় পৌঁছালে বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে অন্য এক পুরুষের বাগবিতণ্ডা হয়। দুজনের বাগবিতণ্ডা থামাতে গিয়ে একপক্ষের যাত্রী ও স্বজনদের মারধরের শিকার হন দায়িত্বরত স্টেশনমাস্টার।
স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি এক নারী যাত্রীর আগে ওঠা নিয়ে পুরুষ যাত্রীর সঙ্গে তর্ক লেগেছে। দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি। এ সময় হঠাৎ এক যাত্রী ও তার স্বজনরা আমাকে মারধর শুরু করে।
এ সময় জিআরপি পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি। কি করব মার তো খেয়েছি? কাকে অভিযোগ দেব? অভিযোগ দিয়ে কি হবে? একজন যাত্রী বলেন -রেল পুলিশ ছিনতাইকারীদের রক্ষা করার জন্য দায়িত্ব পালন করেন? জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় পাঁচশ মোবাইল ট্রেনে উঠা ও নামার সময় যাত্রীর পকেট থেকে এবং ছিনতাই করেছে। কিন্তু একজনও অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি। বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে পর্যবেক্ষণ মহল মনে করেন।
এদিকে গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ঘটনাটি দুঃখজনক। স্টেশনমাস্টারসহ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামিয়ে যাত্রীরা মারধর করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতেই ট্রেনটি ছেড়ে দেয়। তাই আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page