ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট উপজেলার মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে বিভিন্ন রক্তদাতাদের কাছ থেকে ১২ শ ব্যাগ রক্তের যোগান দিয়েছেন সাঈদ বিন জাবেদ। তিনি ২০২১ সাল ২৬ জুন থেকে সেচ্ছাসেবী হিসেবে রক্তদান ও সংগ্রহ করে দেওয়ার কাজ করে থাকেন। তিনি ও নিয়মিত রক্তদান করেন, এ পর্যন্ত ১১ ব্যাগ রক্তদান করেছেন। সংগ্রহ করে দিয়েছেন ১২ শ ব্যাগ এর ও বেশী। ধামইরহাট উপজেলাতে ৬৩০ ব্যাগ রক্তের জোগান দিয়েছেন। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের ১৬-১৭ সেশন এর সাবেক শিক্ষার্থী।
রক্তদান সংগঠনের মাধ্যমে ধামইরহাট উপজেলার হাজারো তরুণ-তরুণী স্বেচ্ছায় করে যাচ্ছেন রক্তদান। অনেকে ছোটখাটো অপারেশন এবং বিশেষ করে মুমূর্ষু প্রসূতি মায়ের সিজারসহ বিভিন্ন প্রয়োজন হয় রক্তের। সময় মতো রক্তের ব্যবস্থা করতে না পারলে অনেক মায়েদেরসহ বিভিন্ন রোগীর ভাগ্যে ঘটে অপ্রত্যাশিত মৃত্যু। অথচ রক্ত পাওয়া গেলে বাঁচানো যায় অনেক অনেক জীবন। এর ফলে অপারেশন এবং বিশেষ করে মুমূর্ষু প্রসূতি মায়ের সিজারসহ বিভিন্ন প্রয়োজনে রোগীকে রক্ত দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন তারা।
তিনি জানান "কেউ আমাকে রক্ত দিতে বললে, আমি পাশ কাটিয়ে যেতাম। রক্ত দেওয়ার কথা শুনলে কেন যেন একটা ভয় ও বিরক্ত কাজ করতো। একদিন একটা মুমূর্ষু রোগীর জন্য জরুরীভাবে ও পজেটিভ রক্ত প্রয়োজন চলে গেলাম রুগীকে রক্ত দিতে। রক্ত দেওয়ায় পর রুগী ও তার পরিবারের চোখেমুখে যে ভালোলাগা ও ভালোবাসা পেয়েছি, মনে হয়েছে পৃথিবীর সব সুখ তখন ওখানেই পেয়েছি। মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করেছে। সেই ভালো লাগা থেকেই আমার নিয়মিত রক্তদান ও রক্ত সংগ্রহ করে দেওয়া শুরু হয়। এখন প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ টা কল আসে রক্তের জন্য। গ্রুপের সবাই মিলে চেষ্টা করি রক্তদান ও সংগ্রহ করে দেওয়ার জন্য। রক্তদানের সাথে একবার জড়িত হলে দেখবেন, এটা একটা অন্যরকম অনুভূতি। যে একবার রক্ত দিয়েছে তাকে আর কখনো বলতে হয় না বা জোর করতে হয় না। মনে আলাদা একটা প্রশান্তি চলে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ \'ধামইরহাট ব্লাড ডোনেট গ্রুপ এর এডমিন তিনি। এ গ্রুপে সদস্য সংখ্যা ২০০ জনের ও বেশি। সবাই সেচ্ছাসেবী হিসেবে রক্তদান ও সংগ্রহ নিয়ে কাজ করে থাকেন। আরাফাত, সামিউল মোরসালিন, সাব্বির হোসেন, মোস্তাকিম হোসেন, রাসেল হোসেন, তানজিউর রহমান, হাবিবুর রহমান প্রমুখ রক্তদান ও সংগ্রহ নিয়ে নিয়মিত অংশগ্রহণ করেন।
সাঈদ বিন জাবেদ বলেন, মূলনীতি - সেবা আনন্দ-সৃষ্টি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদে প্রতি ভালোবাসা ও শুভকামনা। সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য। জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page