এ বি অপু-সিলেট ব্যুরো :
দেশের প্রাকৃতিক গ্যাস উৎপাদন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, “আমাদের গ্যাসের উৎপাদন ক্রমেই কমে যাচ্ছে। এখন যদি বাসাবাড়িতে গ্যাস সংযোগ চালু রাখি, তাহলে ভবিষ্যতে বড় সংকটে পড়ব। তাই কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রাখা উচিত।”
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সিলেটের কূপাকালিক-১ (Sylhet-10) ও ফেঞ্চুগঞ্জের কূপাকালিক-২ (Sylhet-11) প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, “সিলেট-১০ কূপ থেকে ১০ মিলিয়ন ঘনফুট এবং সিলেট-১১ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এ গ্যাস নতুন কোনো সংযোগে নয়, কেবল বিদ্যমান ঘাটতি পূরণে ব্যবহৃত হবে।”
উপদেষ্টা আরও বলেন, “দেশে প্রতিনিয়ত গ্যাসের উৎপাদন কমছে। প্রতিবছর গড়ে ২০০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন হ্রাস পাচ্ছে। উৎপাদন কমায় আমাদের আমদানিনির্ভরতা বাড়ছে। এলএনজি আমদানি করতে হচ্ছে, যা অনেক ব্যয়বহুল। ফলে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আরও জোর দিতে হবে।”
এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল মনছুর, পেট্রোবাংলার পরিচালক মো. আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page