মোহাম্মদ রফিকুল ইসলাম-শেরপুর :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শেরপুরে শোভাযাত্রা করেছে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশের নেতাকর্মীরা।
তীব্র গরম উপেক্ষা করে শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ৩১ দফা কর্মসূচির পক্ষে স্লোগান দেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত কর্মসূচিই এখন সময়ের দাবি।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ,জেলা বিএনপির সিনিয়র নেতা জনাব আওয়াল চৌধুরী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, চরমোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শিপনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
নেতারা অভিযোগ করে বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতার সঠিক মূল্যায়ন হয়নি। তবুও তারা দলীয় শৃঙ্খলা মেনে এবং তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলকে শক্তিশালী ও সংগঠিত করার কাজে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে চান।
এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আগামী দিনগুলোতে দলের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে মাঠে থাকার ঘোষণা দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page