আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১-এর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। এতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ জন শিশু ও ২ জন নবজাতক। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে ছেড়ে যায়। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের একটি আবাসিক এলাকার উপর ভেঙে পড়ে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হয় বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের হোস্টেলের ওপর।
স্থানীয় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, বিমানের ধ্বংসাবশেষে চাপা পড়া ভবনের ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা আমরা পরিষ্কার করেছি। বাকিটুকুও শিগগিরই করা হবে।
রামিলা নামের এক মা জানান, তার ছেলে ওই মেডিক্যাল কলেজের ছাত্র। বিমান বিধ্বস্তের সময় সে দুপুরের খাবারের বিরতিতে হোস্টেলে ছিল। রামিলা বলেন, আমার ছেলে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচিয়েছে। আহত হলেও সে এখন নিরাপদে আছে।
ঘটনার কয়েক সেকেন্ড আগে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ বিমানটি থেকে শেষ সংকেত পেয়েছিল। তারা জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছেও হঠাৎ তীব্রভাবে নিচে নামতে শুরু করে।
আহমেদাবাদ বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিল। এরপর আর কোনও সাড়া পাওয়া যায়নি।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আকাশে ঘন কালো ধোঁয়া, আগুনে দগ্ধ ধ্বংসাবশেষ এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।
পুনম প্যাটেল নামের এক যাত্রী আত্মীয় বলেন, আমার ভাবি লন্ডন যাচ্ছিলেন। উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনার খবর পাই, সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আহমেদাবাদের ট্র্যাজেডি আমাদের স্তব্ধ ও শোকাহত করেছে। তিনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে দ্রুত উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। আহমেদাবাদ মোদির নিজ রাজ্য গুজরাটের প্রধান শহর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনার চিত্র মর্মান্তিক। আমি নিয়মিত আপডেট পাচ্ছি এবং ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা চার্লসও পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ব্রিটিশ নাগরিকদের সহায়তা দিচ্ছে।
বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ২০১৩ সালে প্রথমবার আকাশে ওড়ে এবং ২০১৪ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার হাতে হস্তান্তর করা হয়। এটি ছিল এয়ারক্রাফট মডেলটির প্রথম বড় দুর্ঘটনা।
বোয়িং এক বিবৃতিতে বলেছে, তারা প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে অবগত এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মার্কিন শেয়ারবাজারে বোয়িংয়ের শেয়ার ৬.৮ শতাংশ পড়ে গেছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমরা এই মুহূর্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতে সর্বশেষ বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল ২০২০ সালে। কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট রানওয়ে ছাড়িয়ে গিয়ে খাদে পড়ে, যাতে ২১ জন নিহত হন। সরকারি মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ২০২২ সালে টাটা গ্রুপের মালিকানায় আসে এবং ২০২৪ সালে ভিস্তারা বিমানের সঙ্গে একীভূত হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page