স্টাফ রিপোর্টার :
খুলনা জেলায় রূপসা উপজেলার২ নং শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর ৯ নং ওয়ার্ডের গায়সার গাতী গ্রামের মোঃ আঃ সোবহান শেখ এর কনিষ্ঠ পুত্র মোঃ আঃ আহাদ শেখ (৩০) গত ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আযহার দিন সন্ধ্যা পর্যন্ত তার মামা আঃ রহমান শেখের পুত্র মোঃ রাকিবের সাথে বাড়ীর পাশের দোকানে বসেছিল বলে জানিয়েছেন তার পরিবার।
উক্ত বিষয়ে রাকিব এর কাছে জানতে চাইলে সে বলে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে ছিলো ঠিকই তবে এর পর আমি আর কিছু জানিনা। এ দিকে তার নিজস্ব মোবাইল-০১৮৮১-৬৩৪০৭৩ এই নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায় এবং সকল আত্মীয় স্বজনদের বাড়ী ও বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তাঁর সন্ধান না পেয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন, তার পিতা মোঃ আঃ সোবহান শেখ।
এ দিকে সন্তান ও ভাইয়ের নিখোঁজ হওয়ার সংবাদে দিশেহারা হয়ে পড়েছেন, পিতা, মাতা, ভাই-বোন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী।
এলাকা সহ দেশের সকল মানুষের কাছে আকুল আবেদন এই যে,, কোন সহদর ব্যক্তি যদি তার সন্ধান পান তহলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। পিতাঃ মোঃ আঃ সোবহান শেখ নন্দনপুর গয়সার গাতী ২ নং শ্রীফলতলা ইউনিয়ান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page