আশিকুর রহমান :
রূপসায় চায়ের দোকানের পাওনা ১৭০ টাকা চাইলে ছাত্রদল নেতা মাথা ফাটায় দিলেন অসহায় দোকানদারের । ঘটনাটি রূপসার ২ নং শ্রীফলতলা ইউনিয়ন নন্দনপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের বউবাজার আদিলের পুকুর পাড় দোকানদার আব্দুল করিম (৬৫) পিতা মৃত: আব্দুল কাদেরের ছেলে।
এ ব্যাপারে ভুক্তভোগী জখমি আব্দুল করিম জানান- সে দীর্ঘকাল বৌ বাজারে চা-পান বিক্রয় করেন। তাকে গত ৯ জুন সকাল ১০ টার দিকে দোকানে ফেলে মারপিট করে রক্তাক্ত জখম করে। তিনি শুকুর হাওলাদারের নিকট পূর্বের পাওনা ১৭০ টাকা চাওয়ায় দুজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদল নেতা হেলাল হাওলাদার এবং ইমন হাওলাদার পিতা মোস্তফা হাওলাদার কাচের গ্লাস দিয়ে দোকানদার করিমের মাথায় একাধিক আঘাত করে মারাত্মক জখম করে।
করিমের আত্মা চিৎকারে আশপাশের লোকজন এসে করিমকে উদ্ধার করে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করান। তার মাথার খত স্থানে ১০/১২ টি সেলাই লেগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page