শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ জুন ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধর্ষণের শিকার জরিনা খাতুন (৩০)–এর পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। ভিকটিমের ভাই জয়নাল আবেদীনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অভিযুক্ত ধর্ষণকারী ওয়াহেদ আলী মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জরিনা খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই এলাকার ওয়াহেদ আলী মন্ডল (৬০) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করে। তবে পরে অভিযুক্তের আত্মীয়-স্বজন ও সহযোগীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন প্রতিবন্ধী নারীর ওপর এমন নির্মম বর্বরতা আমাদের সমাজে কল্পনাতীত। আমরা অবিলম্বে ওয়াহেদ আলী মন্ডলের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।”
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page