খায়রুল ইসলাম :
গতকাল ৯ জুন (সোমবার) টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের ফ্রেন্ড সার্কেল পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি ঘিরে উৎসবে মেতে উঠেন বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। অত্র বিদ্যালয়ের সকল ছাত্র মিলে নৌ-ভ্রমণের মাধ্যমে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভ্রমণ করা হয়। সারাদিন নৌ ভ্রমণের আনন্দ উল্লাসে মেতে ওঠেন সকল ছাত্র।
এ সময় উপস্থিত ছিলেন ২০০০ ব্যাচের ছাত্র আনোয়ার, মামুন, খাইরুল, রেজাউল, লিটন, নিক্সন, রাশেদ, আজাদ, অনিক, শরীফ, জামাল, নিতাই, তোফাজ্জল, শরীফ মাস্টার, কায়সার প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page