মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের শ্রীফলতলা মসজিদের সন্নিকটে রনি ব্রিকসের নিকট আঠারবেকী নদীর চর থেকে নৌ পুলিশ আজ ৯ জুন বিকালে অজ্ঞাত যুবক (৩৫) এর গলিত লাস উদ্ধার করেছে। নিহতের পরনে কালো রঙের প্যান্ট ছিল এবং গায়ে কোন জামা ছিল না মুখে চাপদাড়ী ছিল।
নদীর চরে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান উক্ত যুবককে আনুমানিক ৪/৫ দিন পূর্বে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page