সুমন খান :
রাজধানীর মিরপুর ডিসি (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস বিশেষ উদ্যোগে ট্রাফিক মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয় । এই মহৎ উদ্যোগের জন্য পুলিশ সদস্যরা এবং জনগণ তাদেরকে সাধুবাদ জানান। সোহেল তালুকদার বলেন এমন একজন ডিসি সবার মাঝে যেভাবে আলোড়ন সৃষ্টি করছেন সততা এবং মহৎ কাজের জন্য আমরা এমন একটি দিয়েছি মিরপুর বিভাগে পেয়ে আমরা আনন্দিত। তার নীতি এবং নৈতিকতা অতুলনীয় যার কখনো তুলনা হয় না। পুলিশ সদস্য ওর টিআই জুবায়ের বলেন, ডিসিসার আমাদের মহৎ যার তুলনা করে শেষ করা যাবে না আমাদের মিরপুর বিভাগে এসে আমরা অনেক আনন্দিত তার নির্দেশনা আমাদের অনেক উৎসাহ যোগায় । শুধু তাই নয় তার অনুসরণ আমরা মেনে চলবো।
সারা বছরজুড়ে ট্রাফিক সদস্যগণ প্রখর রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নগরবাসীর নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তাঁদের এই নিরলস পরিশ্রম ও কর্তব্যপরায়ণতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক মানবিক প্রয়াস হিসেবেই ছিল এই আয়োজন। এ ধরনের উদ্যোগ কেবল শারীরিক প্রশান্তিই নয়, মনোবল ও আন্তরিকতা বাড়াতেও সহায়ক।
ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যগণ ডিসি (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্যারের এমন উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমরা বিশ্বাস করি—সহানুভূতি, সম্মান আর সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলবে নিরাপদ ও সচেতন সড়ক পরিবেশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page