মোঃ রাজিউর রহমান-ভোলা :
ঈদুল আজহা সামনে রেখে ভোলার বিভিন্ন পশুর হাটে দেশি গরুর সরবরাহ বেড়েছে। অন্য বছরগুলোতে সীমান্তপথে ভারতীয় গরু প্রবেশ করে বাজারে প্রভাব ফেললেও এবার তেমন কোনো ভারতীয় গরু দেখা যায়নি। ফলে স্থানীয় খামারি ও গরু ব্যবসায়ীরা খুশি। তারা বলছেন, ভারতীয় গরু না থাকায় দেশি গরুর চাহিদা যেমন বেড়েছে, তেমনি দামও মিলছে সন্তোষজনক।
ভোলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, দেশি জাতের মাঝারি ও বড় আকৃতির গরুর উপস্থিতি বেশি। বিক্রেতারা জানান, ভারতীয় গরু এলে দাম পড়ে যায়, এতে তারা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু এবার দেশি গরুর একচেটিয়া বাজার হওয়ায় লাভের আশা করছেন সবাই।
স্থানীয় গরু বিক্রেতা আবদুল কুদ্দুস জানান, “এবার নিজের খামারে লালন-পালন করা গরু ভালো দামে বিক্রি করতে পারছি। ভারতীয় গরু না থাকায় ক্রেতারা দেশি গরুর দিকেই ঝুঁকছেন।”
গরু কিনতে আসা এক ক্রেতা বলেন, “দেশি গরু স্বাস্থ্যবান ও তুলনামূলক নিরাপদ মনে হচ্ছে। তাই দেশি গরুর দিকেই ঝুঁকছি।”
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় কোরবানির উপযোগী গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দেশি খামারিরা যাতে ন্যায্যমূল্য পান, সেজন্য প্রশাসন হাটগুলোতে নজরদারি জোরদার করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page