মোঃ জিল্লুর রহমান :
বাসন থানায় কর্তব্যরত এসআই নিরস্ত্র মোঃ রাশেদুল আলম বিপি ৮৭০৭১৬৫৫১২ সঙ্গীয় এসআই নিরস্ত্র মোঃ আলগীর হোসেন বিপি ৭৮৯৭০৩৯৫৩১, এসআই নিরস্ত্র মোঃ আজিজুল হক বিপি ৮৭০৭১৬৫৫১২ কং / ১৭৩ মোঃ এনামুল বিপি ৯৩১২১৫৬২৫৮কং/৬৮৪ মোঃ সাইদুল ইসলাম বিপি-৮০৬১১২৫৪২, কং/৪৫৭ মোঃ শাহিন বাসন থানার জিডি নং৩৩,তারিখ-০১/০৬/২০২৫ইং মূলে থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল-০২,ডিউটি করাকালীন সময় ইং ০২/০৬/২০২৫ তারিখ ০২টার সময় ভোগড়াবাইবাপস অবস্থান করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে বাসন থানাধীন চান্দনা এলাকায় বাসষ্ট্যান্ড থেকে উক্ত ডাকাতদলকে আটক করে ।
আটককৃতরা হলো (১) মোঃ শরীপূল ইসলাম (৩০),পিতা মৃত- তোফাজ্জল হোসেন,সাং বালিদিয়া, থানা- ত্রিশাল, জেলা-ময়মনসিংহ। (২) মো ঃ লিটন মিয়া (২৪), পিতা- মোঃ কাজল মিয়া, সাং- চর কাওনা,থানা-পাকুদিয়া, জেলা-কিশোরগঞ্জ। (৩) মোঃ সানি ( ১৬),পিতা- হাবিবুর রহমান, সাং- - চর কাওনা,থানা-পাকুদিয়া, জেলা-কিশোরগঞ্জ। (৪) মোঃ আকাশ (১৬), পিতা- বকুল,সাং- - চর কাওনা,থানা-পাকুদিয়া, জেলা-কিশোরগঞ্জ। (৫) মোঃ আশরাফুল (১৯), পিতা মোঃ নাসির, সাং-কাউতলা,থানা- বন্দর, জেলা-নারায়নগঞ্জ। (৬) মোঃ রাকিব (১৮), পিতা- মোঃ সালাম, সাং- পাতারহাট, মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল। (৭) মোঃ মিজান (২৭) পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং-মোগরখাল, থানা-বাসন, জেলা-গাজীপুর। (৮) মোঃ ইয়াচিন (১৭),পিতা- আবু কালাম, সাং- - চর কাওনা,থানা-পাকুদিয়া, জেলা-কিশোরগঞ্জ। (৯) মোঃ শাকিব হোসেন (২৫),পিতাঃ আলাউদ্দিন, সাং- কৃষ্ণপুর,থানা-হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ। (১০) মোঃ রাকিব হোসেন (২২), পিতা- মোঃ নুরুউদ্দিন শেখ,সায়-চাদপুর,থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ। বিশাল এই ডাকাত দলকে আটকের সময় তাদের নিকট থাকা দুটি চাপতি, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি হাসুয়া, তিনটি লোহার রড ও একটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
বাসন থানা সূত্রে জানা গেছে এসআই মোঃ রাশেদুল আলম এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে উক্ত ডাকাতদেও বিরুদ্ধে বাসন থানার মামলা নং ৪, তারিখ ০২/০৬/২০২৫ইং ধারা-৩৯৯/৪০২পেনাল কোড রুজু করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page