মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আয়নাল হোসেন ছেলে মোঃ সুজন মিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। অভিযোগে জানা যায়, ৩০ মে ২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় দোকান থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় এবং তার কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
সুজন মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরেই একটি চক্র তার উপর চাপ সৃষ্টি করে আসছিল। সর্বশেষ ঘটনায় হামলাকারীরা তার বাড়িতেও গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার পর মোঃ আয়নাল হোসেন, পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page