রাজিব হোসেন-শরণখোলা (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলায় ইউনুস খান (২৬) নামে এক যুবকের প্রান কেড়ে নিল বজ্রপাতে। ঘটনাটি ঘটেছে ১ জুন দুপুর ১২টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামের বাসিন্দা সায়েদ খানের বাড়ি সংলগ্ন নদীর পাড়ে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্র জানা গেছে, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের বাসিন্দা শাহেদ খানের পুত্র ইউনুস খান গোসল করার জন্য বাড়ি থেকে ৫শ গজ দূরে বলেশ্বর নদীতে যায়। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। আরে এ বজ্রপাতেই আঘাত প্রাপ্ত হন ইউনুচ।
পরে তার পরিবারের লোকজন ওই নদী থেকে উদ্ধার করে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page