জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর, ৩১ মে ২০২৫ (শনিবার) বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর-এর উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার, মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন, ডাক্তার মোঃ শাহিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, এনজিওকর্মী এবং সমাজসেবকগণ।
আলোচনায় বক্তারা তামাকের ব্যবহার ও ধূমপানের ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তারা তুলে ধরেন, কীভাবে তামাকজনিত রোগে প্রতিবছর লক্ষাধিক মানুষ প্রাণ হারাচ্ছে এবং কীভাবে এটি দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। বক্তারা বিশেষ করে তরুণ ও কিশোর সমাজের মাঝে সচেতনতা গড়ে তোলার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে উৎসাহ প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতেও তামাকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে পালন করা হবে এবং ধূমপানমুক্ত পরিবেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page