মো. আবুল কালাম-নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল দুই পক্ষের গ্রামবাসী। কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের কৃতি সন্তান, দেশের খ্যাতনামা ব্যবসায়িক প্রতিষ্ঠান স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সমাজসেবী শিল্পপতি রিপন মুন্সীর সক্রিয় উদ্যোগে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মীমাংসা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিষয়ক একটি শান্তিপূর্ণ শালিসি সভা অনুষ্ঠিত হয়। নবীনগরের পূর্ব ছয় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত সভাটি পরিণত হয় এক ঐক্যবদ্ধ মিলনমেলায়।
সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম। সভা পরিচালনা করেন শিল্পপতি রিপন মুন্সী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মো. সাইফুল হক, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যান আল ইমরান, শিবপুর, নাটঘর ও বিদ্যাকুট ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দসহ পূর্ব ৬ ইউনিয়নের সাধারণ জনগণ।
শালিসি সভা বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে বাদ এশা পর্যন্ত। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারকদের মধ্যে প্রধান কয়েকজন একটি জুরিবোর্ড গঠন করেন। জুরিবোর্ডের রায় ঘোষণার পর দুই পক্ষই একে অপরকে আলিঙ্গন ও মিষ্টি মুখ করিয়ে রায় মেনে নেন এবং প্রকাশ্যে অঙ্গীকার করেন—আজ থেকে টিয়ারা গ্রামে আর কোনো দলাদলি থাকবে না এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে জড়াবেন না।
এমন সফল ও শান্তিপূর্ণ মীমাংসা হওয়ায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন শিল্পপতি রিপন মুন্সী। অনেকেই তাঁর এই মহৎ উদ্যোগকে ‘উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page