জহুরুল ইসলাম জপি-শেরপুর :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার ৩০ মে রাতে বাসস্ট্যান্ডস্থ মালিক সমিতির অফিসকক্ষে সদস্যদের মাঝে এ উপহার প্রদান করা হয়। বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌতম সাহা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব কুমার ঘোষের সঞ্চালনায় ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাহাঙ্গীর আলম, বাদশা চৌধুরী, সাইদুর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও বাস মিনিবাস মালিক সমিতির নিজস্ব তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ শত ৫৫ জন সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৭ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page