জুলফিকার আলী জুয়েল :
বুধবার (২৮মে) আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
নাওজোড় হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের আয়োজনে এই সভায় অংশ নেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ পরিবহন খাতের নেতৃবৃন্দ।
সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর জেলা।
স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউছার আহাম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর, গাজীপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন খাতের নেতৃবৃন্দ, তাদের মধ্যে উল্লেখযোগ্য জনাব মোঃ হুমায়ুন কবীর খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সভাপতিত্ব করেন, সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন।
সভায় আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও জনসাধারণের সচেতনতামূলক পরামর্শ চাওয়া হয়।
পথচারী, যাত্রী ও চালকদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ, প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকদের সম্মিলিত ভূমিকা নিয়ে গঠিত হয় সমন্বিত পরিকল্পনা।
চন্দ্রা কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনার এই উদ্যোগ সফল হলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা করছেন সচেতন মহল।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page