আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
তানোর রাজশাহীর তানোর পৌর শহরের আলমদিনা সীডস কোল্ড স্টোরেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা আহমেদ (১৯) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। নিহত রানা তানোর উপজেলার চাঁন্দুড়িয়া রাতৈল গ্রামের রেজাউল করিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে আল মদিনা সীডস কোল্ড স্টোরেজে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
নিহতের সহকর্মীরা ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানান, বিকেলে কোল্ড স্টোরেজের ভিতরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন রানা আহমেদ। আমরা দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানে বেলা সাড়ে ৪টায় ইলেকট্রিক মিস্ত্রি রানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page