সুমন খান :
রাজধানীর উত্তরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- রুনা পারভিন (৩৯)।
গতকাল মঙ্গলবার (২৭ মে ২০২৫ খ্রি.) দুপুর ১২:০৫ সময় গোপন সংবাদ ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে নিয়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পূর্ব পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অবস্থান করেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবির টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুনা পারভীনকে গ্রেফতার করা সক্ষম হয় । এ সময় তার হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এক পর্যায় ইয়াবা ব্যবসায়ী সে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করার চেষ্টা করে কিন্তু সব অবলম্বন কৌশল বিথা হয় ডিবি পুলিশের কাছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রুনা পারভিন পেশাদার মাদক কারবারি। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page