স্টাফ রিপোর্টার :
রাজধানী জুড়ে ফুটপাত দখল করে নিয়েছে হকার আর চাঁদা বাজরা।তাদের দখলদারিত্ব এমন হয়েছে, খোদ পুলিশের বাসস্থান সহ উত্তরার হাউজ বিল্ডিং হতে পুর্ব দিকে ৮ নাম্বার পুলিশ কোয়ার্টার এর দু-পাশ দখল করে বসেছে কাচামালের দোকান সহ ভাস্যমান হোটেল ও রেন্টে-কার এর দোকানে বসে দখল করে রেখেছে সাধারণ মানুষের চলাচলের রাস্তা। প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।
পুলিশ কাঠের চশমা লাগিয়ে না দেখার ভান করছে। যেখানে খোদ উপ-পুলিশ কমিশনারে অফিসের সামনে।হয়তোবা কোন অদৃশ্য কারনে পুলিশ চুপ করে থাকে।
পুলিশের আইনশৃঙ্খলা এতই অবনতি হয়েছে, যা হাউজ বিল্ডিং হইতে ৮ নাম্বার পুলিশ কোয়াটার এর গেট পর্যন্ত হাটতে হাটতে গেলে দেখতে পাওয়া যায় কাওরান বাজারের মত ভিড়।এই যানজটের মধ্যে চলে ছিনতাই, মাদক সহ বিভিন্ন অপরাধের শিকার হচ্ছে সাধারণ মানুষ।
সাধারণ মানুষ নিয়মিত অভিযোগ করেছে, কিন্তু দেখার বা বলার কেউ নেই। অভিযোগ উঠেছে পুলিশের বিট অফিসার ও টহল গাড়িকে ম্যানেজ করে নাকি ফুটপাতে দোকানের পসরা বসানো হয়েছে। হাউজ বিল্ডিং সংলগ্ন ৮ নাম্বারে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা সঠিক ভাবে লেখা পড়া করতে যাতায়াতে খুব সমস্যা হয়েছে।
শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানায়, আপনারা প্রশাসন দিয়ে এই ফুটপাত দখল মুক্ত করে আমাদের যাতায়াতের সু-ব্যবস্হা করবেন বলে আমরা আশাবাদি। এই ব্যপারে জানতে পুর্ব থানা অফিসার ইনচার্জ কে মুঠোফোন ফোন করলে তাকে পাওয়া যায়নি।
সুশীল সমাজের একটাই দাবি উত্তরা বিভাগের উপ- পুলিশ কমিশনার ফুটপাত দখলদারত্বের হাত ফুটপাত দখল মুক্ত করবেন বলে গন মাধ্যমকে জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page