মোঃ তুহিন-চাঁপাইনবাবগঞ্জ :
টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনজীবন। সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পাখি ও প্রাণিরাও পড়েছে মহাসঙ্কটে।
উপজেলার জিনারপুর বাজারে কথা হয় কাঠমিস্ত্রি সঙ্গে। তিনি বলেন, 'ভোরে বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি ঘরে আটকে আছেন। বৃষ্টির কারণে আজ আর কাজে যাওয়া হবে না। দিন হাজিরা হিসেবে তাঁরা ৫০০ টাকা করে আয় করেন। এভাবে বসে থাকা মানেই ক্ষতি।'
বৃষ্টির কারণে কর্মহীন দুর্ভোগের কথা জানিয়েছেন বাজারের অন্য শ্রমজীবীরা। ভ্যানচালক জাব্বার বলেন, 'মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে লোকজন ঘরের বাইরে আসে না, তাই পলিথিন মুড়ি দিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই।'
বৃষ্টির কারণে উপজেলার অনেক এলাকায় পত্রিকা বিল্লি করতে পারেননি হকাররা। পত্রিকার তিনজন পাঠক মুঠোফোনে জানান, 'সকালে পত্রিকা না পড়লে ভালো লাগে না। বেলা গড়িয়ে গেলেও এখনও পত্রিকা পাইনি।'
উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের গরুর খামারি জানান বৃষ্টির কারনে গরু ছাগল নিয়ে অনেক কষ্ট হচ্ছে ।
অপরদিকে উপজেলার আড্ডা- সারাইগাচ্ছি রোড় দিঘা নামক স্থানে কালভাট নির্মানাধীন স্থানে টানা বৃষ্টির কারনে পাশ দিয়ে বিকল্প রাস্তাটি বৃষ্টির কারনে ধসে গেছে এবং একটি ট্রাক উল্টে গেছে এতে যান চলাচল ব্যাহত হচ্ছে I
রেইনকোর্ট পড়ে ছাতা মুড়ি দিয়ে কাঁচাবাজারে আসা পার্শ্ববর্তী ভাটখৈর গ্রামের ফারুক হোসেন বলেন, 'বৃষ্টির কারণে দোকানপাট খুলেছে কম। এরা প্রতিটি জিনিসের দামই বেশি বলছে’।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page