পরাশর মুখার্জি রিপন :
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে পানিতে ডুবে রওশান আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। তার পরিবারের তথ্য মতে জানা যায়, তিনি বৃহস্পতিবার সকালে তার হারানো গরু খুঁজতে বের হন। অনেক দেরি হলেও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন উৎকণ্ঠায় ছিল। তারপর আর বাড়িতে ফেরেননি।
বেলা ১১টার দিকে আসাদ নামে এক ব্যক্তি তার বাড়ির পার্শ্ববর্তী কাদাকাটি বিলের খালে মৃতদেহ ভাসতে দেখেন। মৃতের খবর জানালে এলাকার লোকজন ও ভিড় জমায় ।তাৎক্ষণিক তিনি স্থানীয় সোহরব মালিকে জানালে তিনি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। আশাশুনি থানা ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি খাল থেকে উঠানো হয়।
পানি থেকে উঠানোর পর রওশন আলীর পরিবারের লোকজন লাশটিকে সনাক্ত করেন। মৃতের পরিবারের সদস্যরা জানান, তিনি পূর্বে ২বার স্ট্রোক করেছিলেন এবং শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। লাশের মৃত্যুর সঠিক তথ্য নির্ণয় করার জন্য ময়না তদন্তে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page