এ বি অপু :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরকোয়ারি সংলগ্ন সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, অভিযান চালিয়ে পাথরবোঝাই ৩১টি নৌকা ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা হয়েছে একটি ট্রাক্টর।
বুধবার (২১ মে) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত এই টাস্কফোর্স অভিযানে দণ্ডিতদের গ্রেপ্তার করা হয় এবং পরে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ইটনা উপজেলার ফাটাবগা গ্রামের জসিম উদ্দিন, উজান আজিবপুর গ্রামের তোফাজ্জল, পর্যাকান্দা গ্রামের আবেদ আলী এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের ছালিক মিয়া ও বটেরতল গ্রামের ইরন মিয়া।
প্রশাসনের তথ্য অনুযায়ী, সংরক্ষিত বাংকার ও সাদাপাথর এলাকাসহ ভোলাগঞ্জ পাথরকোয়ারিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গতকাল পর্যন্ত মাত্র ২৬ দিনের ব্যবধানে ৩১ জনকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে দণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২৬ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সহকারী কমিশনার মো. পারভেজ বলেন, “অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভোলাগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপকহারে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। দিন-রাত বারকি ও ইঞ্জিনচালিত নৌকায় হাজারো শ্রমিক পাথর উত্তোলনে লিপ্ত থাকলেও প্রশাসনের নিয়মিত অভিযানেও তা পুরোপুরি থামছে না। অভিযান শেষ হলেই ফের সক্রিয় হয়ে ওঠে এই অবৈধ কার্যক্রম।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page