হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর :
সাতক্ষীরার শ্যামনগরে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে দোকানে চাঁদাবাজির সময় তিন প্রতারককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ব্যক্তি ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকানে প্রবেশ করে আরেকজনকে পুলিশ দাবি করে এবং সাংবাদিক পরিচয়ে তৃতীয় ব্যক্তি দোকানঘরের ভিডিও ধারণ করে। তারা দোকান মালিকের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করে এবং আরও টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুরের বাসন থানার জয় সরদার (৩০) ও ঢাকার উত্তরা এলাকার ফারুক হোসেন (৪৫)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, তারা নিজেরা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে দোকানে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছিল। তাদের বিরুদ্ধে পূর্বেও একই এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ও সচেতনতা তৈরি হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page