জবি প্রতিনিধি :
সমকাল সুহৃদ সমাবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রকাশিত হয়েছে।এতে ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের আব্দুর রাকিবকে সভাপতি ও গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশনের সাফা খাতুন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার(২১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো আশরাফুল ইসলাম, মেজবা উদ্দীন, মো সাব্বির হোসেন,সোবহান সৌরভ, মো স্বর্গ, ফাহমিদা দোলা, মো তানভীর হাসান,তৌফিক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-শাহরিয়ার খান,জান্নাতুন নাইম, মৌমিতা পাল,প্রত্যাশা মন্ডল,উম্মে হাবিবা,রেজওয়ান ইসলাম নিলয় তালুকদার, ফারজানা খাতুন,রাবেয়া বসরী মম সাংগঠনিক সম্পাদক হিসেবে আইজান রাকিব,সোহানুর রহমান, রাতুল হাসান তাওহীদ,রজব আল ফাহিম, মো শাহরিয়াজ রাতুল মনোনীত হয়েছেন।
এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক শোয়াইব বিন আকবর,প্রচার সম্পাদক তাহমিদ রাদ,অর্থ ও সম্পাদনা বিষয়ক সম্পাদক লাবিব বসুনিয়া, নারী বিষয়ক সম্পাদক আফিয়া ফারহানা প্রমি মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুর রাকিব বলেন,সমকাল সুহৃদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্ধারণ করায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমকাল পরিবার ও অন্যান্য সকল শুভাকাঙ্খীকে। আমরা আশা করি আমাদের সৃজনশীল কাজ ও সহযোগিতামূলক সামাজিক কাজের মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব বোধ জাগ্রত করা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো সমুন্নত করতে পারবো। সময়ের সাথে তাল মিলিয়ে প্রগতিশীল ও শিক্ষার্থীবান্ধব সামাজিক সংগঠন হিসেবে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করব। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
সাধারণ সম্পাদক সাফা খাতুন বলেন,
সমকাল সুহৃদ জবি ২০২৫ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি সমকাল পরিবার ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং একটি সুযোগ—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কিছু করার। আমাদের নতুন কমিটি বিশ্বাস করে, একতা, সহমর্মিতা ও সৃজনশীলতার সমন্বয়ে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা শিক্ষার্থীদের চাহিদা, মতামত ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে কাজ করে যেতে চাই।
সময়ের প্রগতিশীল চেতনা ধারণ করে আমরা একে অন্যের পাশে থেকে, জবির পরিবেশকে আরো সুন্দর ও প্রাণবন্ত করে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য।
উল্লেখ্য দৈনিক সমকাল-এর পাঠক সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ'।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page