নিজস্ব প্রতিনিধি :
২০ মে বিকাল ৩ টায় বিক্ষোভ সমাবেশ হয় গণঅধিকার পরিষদ মহানগর উত্তর। মহানগর উত্তর সিটি কর্পোরেশন গুলশান ২ এর নগর ভুবনের সামনে। আলোচনার বিষয় ছিল নিষিদ্ধ ঘোষিত হিজবুল তাহীরির নেতা ও এন সিপির প্রতিনিধি মোঃ এজাজকে প্রশাসক নিয়োগ দেওয়ায় তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন, দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান, মহানগরের উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন এজাজকে অপসারণ না করলে পরবর্তীতে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবে এবং যমুনা এরাও করবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page