ক্রাইম রিপোর্টার :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে ভাড়াটিয়া বাসার ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন স্বামী।পুলিশ মঙ্গলবার(২০ মে) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করছে।
জানাগেছে,নিহত ইজাবুল(৪৫) টংঙ্গীবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের সিরাজুল ইসলাম এর বাসায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতো।সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চড়ইকুড়ি গ্রামের মহিবুল ইসলাম এর ছেলে।তার স্ত্রীর ইয়াসমিনের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত তার।
সোমবার(১৯মে)ইজাবুল শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে ইয়াসমিন(৩৬)রাগ করে রাত ৯টার দিকে তার পিতার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুর পুর গ্রামের লাল চান এর বাসায় চলে যান।পরে ইজাবুল ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার ভাড়াটিয়া বাসার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ওই বাড়ির লোকজন দেখতে পায় ইজাবুল(৪৫)ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাাগিয়ে মৃত অবস্থায় ঝুলে রয়েছে।
পরে বাড়ির লোকজন তার স্ত্রী ও টংঙ্গীবাড়ী থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ ঝুলন্ত অবস্থা হতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page