ক্রাইম রিপোর্টার :
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে দুই সৌদি প্রবাসীর কাছ থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে শ্রীনগরের ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, তারা নগর পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে বালাসুর যাচ্ছিলে। ফেরিঘাট এলাকায় পৌঁছালে র্যাবের পোশাক পরা একদল লোক বাস থামিয়ে জোরপূর্বক তাদের নামিয়ে নিয়ে যায়।পরে জসিম শেখের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা ও সুজন খানের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে যায়।এরপর তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে দিয়ে যায় অপহরণকারীরা।
র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো:আনোয়ার হোসেন বলেন,এই ঘটনার সঙ্গে প্রকৃত র্যাব সদস্যরা
জড়িত নয়।এটি একটি প্রতারক চক্র। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাব কাজ করছে।
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page