সারোয়ার আলম :
মিরপুর শেওড়াপাড়া মাদক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও পিচ্চি আরিফের অত্যাচারের অতিষ্ঠ জনগণ। আওয়ামী লীগের দোসর কমিশনার জনির সাথে ছবি ও ভাইরাল।
রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একদল কিশোর গ্যাংয়ের গডফাদার হিসাবে পরিচিত। শুধু তাই নয় আওয়ামী লীগের দোসর ১৪ নং সাবেক ওয়ার্ড কমিশনার জনির সহযোগী হিসেবে কাজ করে আসছেন এই পিচ্চি আরিফ।
এই আরিফের একের পর এক অপরাধ জগত বেড়েই চলছে, অপরাধী স্থানীয় জনগণের শান্তিপূর্ণ জীবনকে দুর্বিষহ করে তুলেছে কে এই আরিফ? প্রশাসন নিরব দেখোও দেখছে না। রাত গভীর হলেই তার চলে অপকর্ম ও মাদক সহ নানা ধরনের অপকর্ম। স্থানীয়দের ভাষ্যমতে, এই চক্রের নেতৃত্বে রয়েছে এক ব্যক্তি, যিনি 'পিচ্চি আরিফ' নামে পরিচিত।
পিচ্চি আরিফ, যাকে মিরপুর মডেল থানার পশ্চিম শেওড়াপাড়ার ‘কিশোর গ্যাং’ অপরাধের হোতা হিসেবে সকলের কাছে পরিচিত। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ছিনতাই, মাদক ব্যবসা ও অস্ত্রসহ গ্রেফতারির অভিযোগ রয়েছে। অথচ প্রশাসনের নাকের ডগায় সবকিছু অপকর্ম করে বেড়াচ্ছে প্রশাসন নীরব দেখেও দেখছে না।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সে একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নেতৃত্ব দেয়, যার সদস্য সংখ্যা প্রায় ৩৫-৪৫ জন। এই গোষ্ঠী এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও বেচাকেনা, এবং ছিনতাই অপরাধে যুক্ত।পূর্বে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল , তবে ৫ই আগস্টের পর থেকে সে রাজনৈতিক আশ্রয় হারিয়ে পূর্ণমাত্রায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে এলাকাবাসী যথেষ্ট উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।
যেভাবে দেশকে মাদকের মতন রামরাজকায়েম করে আছেন এই বহুদিন ধরে। অথচ প্রশাসন এখনো নীরব ধরাছোঁয়ার বাইরে এই পিচ্চি আরিফ। প্রশাসনের দৃষ্টির সংশ্লিষ্ট তাদের একটি জনগণের মেসেজ আওয়ামী লীগের দোষ ও কমিশনার জমির নেতৃত্বে গড়ে উঠেছে হাজারো কিশোর গ্যাংয়ের লিডার এই পিচ্চি আরিফ, দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন মিরপুরবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page