রজব আল ফাহিম-জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে উচ্চ শিক্ষার নামে প্রতারণা করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার বিকাল ৬ টা ২০ মিনিটের যমুনার সামনে তিনি জবি শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করেন তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। সকল আন্দোলনে জবি সমৃক্ত ছিলো। কিন্তু কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে উচ্চ শিক্ষার নামে প্রতারণা করা হয়। জবিয়ানদের কে বারবার আশ্বস্ত করা হয় কিন্তু দাবি বাস্তবায়ন হয় না।
তিনি বলেন, ৫ই আগস্ট এর পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি কিন্তু সরকার সে দাবি আমলে নিচ্ছে না। জবিয়ানদের এই আন্দোলনের শিক্ষক শিক্ষার্থীর সবাই ঐক্যবদ্ধ ছিল আন্দোলনে পুলিশে যা হামলা চালিয়েছে এটা কখনোই ঠিক করেনি। তাদের বিচার হওয়া উচিত।
শিক্ষার্থীদের উপর লাঠি চার্জের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, যেই সরকার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করতে পারে না এই সরকার।
অতি উৎসাহী হয়ে যারা আন্দোলন তাদেরকে বিচার করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দাবি আছে এ দাবি শিক্ষার্থীদের জন্য অবশ্যই ঘোষণা আসতে হবে।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সাবেক শিক্ষার্থী হিসেবে আমি বলছি শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত মেনে নেয়া উচিৎ। দাবি আদায় না হওয়া মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে চলবে।
###
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page