জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২৪০ পিস কাতান শাড়ী ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি। ১৪ মে বুধবার ভোরে নালিতাবাড়ী উপজেলার ঢালুকোনা এলাকা থেকে চৌকিদার টিলা বিওপি'র জোয়ানরা এসব মালামাল আটক করে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এক গোপনে সংবাদ পেয়ে চৌকিদার টিলা বিওপি'র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি'র একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০পিস কাতান শাড়ী ১৯৭৬মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করা হয়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৯ লাখ ৮৮ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন সহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page