মোঃ সুমন হোসেন-ক্রাইম রিপোর্টার :
মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী হাজতখানায় লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে লাইব্রেরির উদ্বোধন করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
এর আগে,৭ জানুয়ারি আদালতের পুরুষ হাজতখানায় ভিন্নভাবে একটি লাইব্রেরি করে দেওয়া হয়েছে।আদালতে আনা হাজতিদের বিচারকার্যে নেওয়ার আগ পর্যন্ত অবশিষ্ট সময়ে বই পড়ে তাদের সময় কাটানো ও জ্ঞান অর্জন করাসহ ভালোর দিকে মানোযোগী হওয়ার জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি এই লাইব্রেরির ব্যবস্থা করেন।
এ সময় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নেজারতের দায়িত্বপ্রাপ্ত বিচারক শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস,মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন,মোসা:রহিমা আক্তার,দুরদানা রহমান।
আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো:জাকারিয়া মোল্লা,সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: পারভেজ আলম,জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী(ভিপি) ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো:তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট মো:হালিম হোসেন,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো:জাহাঙ্গীর হোসেন ঢালী,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছিম আখতার সুমন,সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: শাহ আলম প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page