[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
সমসাময়িক বিষয় নিয়ে ড. ইউনুস কে সার্বভৌমত্বের শত্রু বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন আমজনতার দল এর সচিব তারেক রহমান।
আজ সোমবার দুপুরে তিনি তার স্ট্যাটাস এ এই বিবৃতি প্রদান করেন।
তার স্ট্যাটাস টি হুবহু দেয়া হলো-
"সম সাময়িক দু একটা বিষয়ে মত দ্বিমত হলেই চামচারা এসে আমাকে দালাল বলবে।
দেশের প্রশ্নে প্রতিটি সময় ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জ সামনেও অব্যাহত থাকবে। আজ যে বন্ধু কাল দ্বিমত হলেই শত্রু।
আমি আসলে খুজি সার্বভৌমত্ব রক্ষার বন্ধু, আপাতত ড. ইউনূস সার্বভৌমত্বের শত্রু। মনে আছে, সাকিব ফরাজিকে সহ স্টুডেন্ট ফর সোভারেনটিন এর ভাইদের আটক করেছিল?
আমরা তখন থেকেই এদের চিনে রাখতে বলেছি।
এখন নতুন করে দেখতে থাকেন, করিডোর আর রোহিঙ্গা ইস্যুতে। আমাদেরকেও দেখতে থাকেন, দেখতে দেখতেই প্রেম হবে ভালোবাসা হবে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page