ক্রাইম রিপোর্টার :
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হত্যা ও লুটতরাজের মামলায় মিলন মিজি ওরফে চাক্কু মিলন (৩০)কে চাক্কুসহ পুলিশ গ্রেপ্তার করেছে।রবিবার দুপুরে শহরের লিচুতলা এলাকা থেকে সদর থানার পুলিশ চাক্কু মিলনকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে ২টি হত্যা,শহরের খালইস্ট এলাকার জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন সবুজ ছায়া রেষ্টুরেন্ট ভাঙচুর,লুটপাটসহ অন্তত ১৪ টি মামলা রয়েছে। মিলন শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার আক্কাছ মিঝির পুত্র।
পুলিশ জানায়,গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বর এলাকায় ছাত্র- জনতার আন্দোলনে হামলা চালায় চাক্কু মিলন।এ ঘটনায় তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা হয়।একইদিন বিকেলে শহরের খালইস্ট এলাকায় জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন 'সবুজ ছায়া' রেস্টুরেন্ট ভাঙ্চুর ও লুটপাট করার মামলার আসামী চাক্কু মিলন।
রবিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের লিচুতলা এলাকা থেকে সদর থানার ওসি(তদন্ত)সজিব দে'র নেতৃত্বে দুই কনস্টবলের সহযোগিতায় চাক্কু মিলনকে গ্রেপ্তার করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page